ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরের ঐতিহাসিক শহর সারহিন্দ—যার প্রতিটি স্তরে মিশে আছে রাজনীতি, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার ইতিহাস। এই শহরের কাছেই ছোট্ট একটি গ্রাম, নাম বারাস। বাইরের চোখে হয়তো এটি সাধারণ এক গ্রাম, কিন্তু ভেতরে লুকিয়ে আছে এক অনন্য রহস্য। এখানে শায়িত আছেন একাধিক নবী-রাসুল ও আধ্যাত্মিক সাধক—যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মনে আধ্যাত্মিক টান জাগিয়ে রেখেছে। শহর থেকে আঁকাবাঁকা পথ পেরিয়ে বারাসে পৌঁছালে প্রথমেই নজরে আসে একটি গেট—যার শীর্ষে লেখা ‘কুবুরে আম্বিয়া আলাইহিমুস সালাম।’ গেট পার হলেই মনে হয় এক অন্য জগতে প্রবেশ করা হলো। ধুলোমাখা সরু পথ ধরে টিলার চূড়ায় উঠলে চোখে পড়ে লম্বা লম্বা নয়টি কবর। কবরগুলোর মধ্যে এক সারিতে চারটি, অন্য পাশে দুটি পাশাপাশি, কিছুটা দূরে আরও দুটি এবং এক কোণে একাকী একটি কবর। এগুলোর বেশিরভাগই অস্বাভাবিকভাবে...