প্রথম পেনাল্টি ঠেকিয়ে উল্লাসে মেতে ওঠার পর দ্রুত থামতে হলো। শট নেওয়া হবে আবার। দ্বিতীয় শটেও পুনরাবৃত্তি। এবারও শট ঠেকিয়ে লাভ হলো না। রেফারির সিদ্ধান্ত, পেনাল্টি নেওয়া হবে আরও একবার! কিন্তু সেই গোলকিপারকে হারানো গেল না। টানা তিনটি শট ঠেকিয়ে নায়ক হয়ে গেলে লিলের গোলকিপার বার্কে ওজার। ইউরোপা লিগে বৃহস্পতিবার রোমার বিপক্ষে লিলের ১-০ গোলের জয়ে দেখা যায় ওই নাটকীয়তা। ষষ্ঠ মিনিটে এগিয়ে যাওয়া লিল ওই গোলই ধরে রাখে শেষ পর্যন্ত। ঘরের মাঠে ৮১তম মিনিটে সমতায় ফেরার বড় সুযোগ আসে রোমার। লিলের ডিফেন্ডার এইসা মেন্দি হ্যান্ডবল করায় পেনাল্টি পায় ইতালির ক্লাবটি। শট নিতে এগিয়ে যান আর্তেম দোভবিক। তার বাঁ পায়ের শটে জোর ছিল না তেমন। গোলকিপার ওজারকে বিভ্রান্তও করতে পারেননি তিনি। অনায়াসেই ঠেকিয়ে দেন তিনি। ফিরতি বলেও কিছু করতে পারেননি...