জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াতের অনেক ফজিলত রয়েছে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সূরা কাহাফ পড়ার কথা বলা হয়েছে হাদিসে। হজরত আবু দারদা (রা.) থেকে বর্ণিত, নবীজি সা. বলেন, যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফেতনা থেকে হেফাজত থাকবে। (সহিহ মুসলিম: ৮০৯, আবু দাউদ: ৪৩২৩)পবিত্র কুরআনের ১৮ নম্বর সুরা হলো ‘সুরা কাহাফ’। এটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা, যা মক্কায় অবতীর্ণ হয়েছে। এর আয়াত সংখ্যা ১১০। হজরত আনাস রা. বলেন, এ পূর্ণাঙ্গ সুরাটি একসাথে অবতীর্ণ হয়েছে এবং এর সাথে ৭০ হাজার ফেরেশতা দুনিয়াতে আগমন করেছেন।জুমার দিনের ফজিলতপূর্ণ আমলের মধ্যে একটি হচ্ছে ‘সুরা কাহাফ’ তেলাওয়াত করা। যদি কেউ সম্পূর্ণ সুরাটি তেলাওয়াত করতে না পারেন তবে সে যেন এ সুরার প্রথম এবং শেষ ১০ আয়াত তেলাওয়াত করে।এছাড়াও জুমার দিন...