আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে চার উইকেটের জয় নিয়ে তিন টি-টুয়েন্টির সিরিজে শুভ সূচনা করেছে বাংলাদেশ। টাইগাররা ১৫১ রানতাড়ায় নেমে ওপেনিং জুটিতে ১০৯ তোলে। ছন্দপতন ঘটে এরপর, ১১৮ রানের মধ্যে হারিয়ে ফেলে ৬ উইকেট। ব্যাটারদের ছন্দপতন নিয়ে অধিনায়ক জাকের আলী বলেছেন, ‘দুঃশ্চিন্তা করিনি। ড্রেসিংরুমে আরামে ছিলাম, আন্তর্জাতিক ক্রিকেটে এমনটা হতেই পারে। সবার চেষ্টায় সন্তুষ্ট।’ শারজায় আফগানদের বিপক্ষে ওপেনিং ব্যাটার তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন বোর্ডে তুলেছেন ৫১ ও ৫৪ রান করে। বাংলাদেশের দলীয় স্কোর যখন ১০৯ তখন ইমন ফেরেন সাঝঘরে। এরপরে একে একে আফগান বোলারদের শিকার হন সাইফ, তানজিদ, জাকের, শামীম ও তানজিম সাকিব। ১১.৪ ওভার থেকে ১৫.৪ ওভার পর্যন্ত ২৪ বলে ৯ রানে ৬ উইকেট হারিয়ে হারের শঙ্কা জাগে বাংলাদেশের। নুরুল হাসান ও রিশাদ হোসেন সপ্তম উইকেটে...