ঢাকা:সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে সবজির দাম বেড়েছে। গত সপ্তাহের তুলনায় সব ধরনের সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।একই সঙ্গে কাঁচামরিচ কেজিতে ২০০ টাকা বেড়ে ৪০০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ মাছও। শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর তালতলা ও শেওড়াপাড়া বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টির কারণে সব ধরনের সবজির দাম বেড়েছে। এসব বাজারে ঝিঙ্গা, করলা, বরবটি, বেগুন, কচুর লতি, পটল, চিচিঙ্গা ৮০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এসব বাজারে কাঁচামরিচ প্রকারভেদে কেজিতে ২০০ টাকা বেড়ে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। টানা বৃষ্টির কারণে মরিচ গাছ নষ্ট হয়ে যাওয়ায় বাজারে এর প্রভাব পড়েছে বলে দাবি বিক্রেতাদের। বাজারে পেঁপে ২৫ থেকে ৩০ টাকা কেজি, প্রতিটি লাউ ৬০...