নারী বিশ্বকাপের মাঝেই হঠাৎই তীব্র বিতর্কের কেন্দ্রে প্রাক্তন পাকিস্তান অধিনায়ক সানা মির। শ্রীলঙ্কার আর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তান-বাংলাদেশ ম্যাচে ধারাভাষ্যের সময় তিনি পাকিস্তানি ক্রিকেটার নাতালিয়া পারভেজকে পরিচয় করাতে গিয়ে প্রথমে বলেন, ‘কাশ্মীর থেকে আসা নাতালিয়া…’। কিছুক্ষণ পরই তা সংশোধন করে যোগ করেন, ‘আজাদ কাশ্মীর’। আর এ সংশোধনই সামাজিক মাধ্যমে ঝড় তোলে।মুহূর্তেই ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে যায়, অসংখ্য ভক্ত আইসিসি ও চেয়ারম্যান জয় শাহকে ট্যাগ করে সানাকে ধারাভাষ্যকারের দায়িত্ব থেকে সরানোর দাবি জানাতে থাকেন।পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা বাংলাদেশেরঅবশেষে অবশ্য নীরবতা ভেঙে মুখ খুলেছেন ৩৯ বছর বয়সী এই সাবেক তারকা। এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, ‘দুঃখজনক যে, খেলাধুলায় জড়িত মানুষদের এভাবে অযথা চাপে ফেলা হচ্ছে। আমার মন্তব্যকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, অথচ সেটি ছিল কেবলই একজন খেলোয়াড়ের পটভূমি তুলে ধরা।’সানা মির আরও...