যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। ইতোমধ্যে এই আসরকে সামনে রেখে শুরু হয়েছে উন্মাদনা। বিশ্বকাপের তিনটি মাসকটের পর এবার অফিসিয়াল ম্যাচ বল উন্মোচন করেছে অ্যাডিডাস। বলটির নাম রাখা হয়েছে ‘ট্রাইওন্ডা’ (TRIONDA)। বৃহস্পতিবার (২ অক্টোবর) ফিফা ওয়েবসাইটের এক বিবৃতিতে জানানো হয়েছে, উজ্জ্বল লাল, সবুজ ও নীল রঙে সাজানো এই বল তিন আয়োজক দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে শ্রদ্ধা জানায়। ‘ট্রাইওন্ডা’ শব্দটি স্প্যানিশ থেকে এসেছে, যার অর্থ ‘তিনটি তরঙ্গ’। ইতিহাসে প্রথমবারের মতো তিনটি দেশ একসঙ্গে ফিফা বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে, আর সেই ঐক্যের প্রতীক হিসেবেই নামকরণ করা হয়েছে এই বলের। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল এসে গেছে এবং এটি অসাধারণ! আমি ট্রিওন্ডা উপস্থাপন করতে পেরে খুশি ও গর্বিত। অ্যাডিডাস আরেকটি আইকনিক...