নিষিদ্ধ মাদক সেবনের অভিযোগে তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন নেদারল্যান্ডস জাতীয় দলের ফাস্ট বোলার ভিভিয়ান কিংমা (৩০)। সম্প্রতি তার শরীরে কোকেনজাত পদার্থ বেনজয়েলেকগোনিন শনাক্ত হয়, যা আইসিসি অ্যান্টি-ডোপিং কোডে ‘সাবস্টেন্স অব অ্যাবিউজ’ হিসেবে তালিকাভুক্ত। কিংমার নমুনা সংগ্রহ করা হয়েছিল গত ১২ মে উট্রেখটে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নেদারল্যান্ডসের ওয়ানডে ম্যাচের পর। আইসিসি জানিয়েছে, তিনি অপরাধ স্বীকার করেছেন এবং প্রমাণ করতে পেরেছেন যে, টুর্নামেন্টের মাঝে তিনি মাদক গ্রহণ করেননি। গত ১৫ আগস্ট থেকেই তার তিন মাসের নিষেধাজ্ঞা কার্যকর হবে।তবে আইসিসি অনুমোদিত চিকিৎসা কর্মসূচি সম্পন্ন করলে তার শাস্তি এক মাসে নেমে আসতে পারে। এই শাস্তির ফলে কিংমার সাম্প্রতিক কিছু ম্যাচের পরিসংখ্যানও বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে নেপাল ও স্কটল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে (যেখানে তিনি ১১২ রান দিয়ে মোটে ২টি...