টালিউড নির্মাতা সৃজিত মুখার্জি এবং অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির প্রেমের গুঞ্জন বেশ জোরালো হয়েছে। সম্প্রতি দুর্গাপূজার সময় তাদের একসঙ্গে তোলা বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার পর এই গুঞ্জন নতুন করে আলোচনার জন্ম দেয়। সোমবার (২৯ অক্টোবর) সৃজিত নিজের সামাজিক মাধ্যমে দুর্গোৎসবের মণ্ডপে তোলা কয়েকটি ছবি শেয়ার করেন। এর মধ্যে সৃজিত ও সুস্মিতার একে অপরের দিকে প্রেমময় দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায়, যা নেটিজেনদের মাঝে নানা কৌতূহল তৈরি করে। কলকাতার সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা যায়, ছবির এই ‘প্রেমময় দৃষ্টির’ কারণ জানতে চাওয়া হলে সুস্মিতা বিষয়টিকে ‘গুঞ্জন’ বলে উড়িয়ে দেন। সুস্মিতার কথায়, ‘আমরা দুজনে খুব ভালো বন্ধু। বলা যেতে পারে, খুব অল্প সময়ের মধ্যেই আমরা ঘনিষ্ঠ বন্ধু হয়েছি। যারা এসব নিয়ে কথা বলছেন, তাদের নিয়ে আমার সত্যিই কিছু বলার নেই।’ সৃজিতের নতুন ছবি...