আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টিতে জয় পেলেও ব্যাটিং ধসে ম্যাচটা প্রায় হাতছাড়া করতে বসেছিল। শেষ পর্যন্ত ক্যামিও ইনিংসে দলকে উদ্ধার করে ম্যাচ জেতান নুরুল হাসান সোহান। ম্যাচ শেষে অবশ্য উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান-ই দলীয় মানসিকতার দিকে আঙুল তুলেছেন। শারজাতে ১৫১ রানের টার্গেটে দারুণ শুরু করেছিল টাইগাররা। এশিয়া কাপে ব্যর্থ দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন এবার ঝড়ো ফিফটিতে উড়ন্ত সূচনা এনে দেন। ১১ ওভারেই দল ছুঁয়ে ফেলে ১০০ রান। কিন্তু মাত্র ১৮ বলের ব্যবধানে বাংলাদেশ হারায় পাঁচ উইকেট। ১০৯/০ থেকে একসময় স্কোরবোর্ড দাঁড়ায় ১১৭/৫! ধসটা নামান আফগান লেগ স্পিনার রশিদ খান। এরপর তানজিম সাকিবও আউট হলে স্কোর ৬ উইকেটে হয়ে যায় ১১৮। শেষ দিকে নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন কিছু গুরুত্বপূর্ণ শটে দলকে টেনে নিয়ে আসেন জয়ের...