০৩ অক্টোবর ২০২৫, ১২:২৬ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১২:৩০ পিএম ইরানের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ হিজবুল্লাহকে শক্তিশালী হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী এখনও বেঁচে আছে এবং ক্রমশ আরও শক্তিশালী হচ্ছে, যদিও কিছু পক্ষ এ বিষয়ে অন্যরকম বার্তা ছড়িয়ে দেয়। এই মন্তব্যে তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলনের স্থায়িত্ব ও শক্তি তুলে ধরেছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) যখন লেবাননের হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ এবং অন্যান্য নেতাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। গালিবাফ সেখানে বলেন, ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি একসময় ইসরাইলি শাসন ও আমেরিকার নিয়ন্ত্রিত পুতুল সরকারকে সমালোচনা করেছিলেন, যা ইসলামী বিপ্লবের মাধ্যমে পাল্টে যায়। তিনি হিজবুল্লাহর বর্তমান অবস্থান ও শক্তি প্রসঙ্গে আশ্বস্ত করেন যে, তারা প্রতিদিনই শক্তিশালী হচ্ছে এবং প্রতিরোধ আন্দোলন দুর্বল হয়নি। গালিবাফ আরও বলেন,...