জয়পুরহাটের বাজারে সবজির দাম এখনো আকাশছোঁয়া। নিম্ন আয়ের মানুষ হিমশিম খাচ্ছেন সবজি কিনতে এসে। তারা আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মিলাতে পারছেন না কিছুতেই। সবজি বিক্রেতাদের ভাষ্য, বর্ষার কারণে কৃষক পর্যায়ে দাম বেড়ে যাওয়ায় তাদের বেশি দামে কিনতে হচ্ছে সবজি।এদিকে তিন দিন আগেও কাঁচামরিচের কেজি ছিল ২০০ টাকা। সেই মরিচ কেজি প্রতি ৫০-৮০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ২৫০ টাকা থেকে ২৮০ টাকা কেজি দরে।শুক্রবার (৩ অক্টোবর) জয়পুরহাট শহরের তিনটি কাঁচাবাজারে সরেজমিন গিয়ে দেখা গেছে, একমাত্র পেঁপে ছাড়া কোনো সবজিই ৬০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। পেঁপে বিক্রি হচ্ছে শুধু ৩০ টাকা কেজি দরে। বেগুন প্রতি কেজি ১০০, করলা ১০০, মিষ্টি লাউ ৬০, ঢ্যাঁড়স ৬০, বরবটি ৬০-৮০, পটোল ৬০-৭০, শিম ২৪০, মুলা ৬০, কচুর বই ৪০, কচুর লতি ৬০, শজিনা ২০০,...