তীব্র দুর্ভিক্ষে জর্জরিত গাজাবাসীর মুখে একমুঠো খাবার তুলে দেওয়ার শেষ মানবিক চেষ্টাটুকুও বন্ধ করলো দখলদার ইসরায়েল। গাজার অনাহারী মানুষের জন্য ত্রাণ নিয়ে যাত্রা করা 'গ্লোবাল ফ্লোটলা'-র ৪০টিরও বেশি নৌযান জব্দ করেছে ইসরায়েলি নৌবাহিনী। এই চরম অমানবিক পদক্ষেপের মাধ্যমে ইসরায়েল কার্যত দেখিয়ে দিল যে তাদের কাছে মানবতা নিছক উপহাস। আল মায়েদিনের প্রতিবেদন অনুসারে, গাজা উপকূল থেকে ত্রাণবাহী এই বিশাল নৌবহরটি জব্দ করার মাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজাবাসীর উপর চাপিয়ে দেওয়া অবৈধ অবরোধকে আরও কঠোরভাবে টিকিয়ে রাখলেন। যোগাযোগ বিচ্ছিন্ন করে নৌযান জব্দফ্লোটলা পরিচালনা কমিটির অভিযোগ, গাজা উপকূলে পৌঁছানোর সাথে সাথে ইসরায়েলি নৌবাহিনীর জাহাজগুলো ফ্লোটলার একটি নৌযানকে ঘিরে ধরে এবং এরপরই নৌবহরের বাকি নৌযানগুলোর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফ্লোটলা পরিচালনাকারীরা অভিযোগ করেছেন যে ইসরায়েলি নৌবাহিনীর সিগনাল জ্যামিং প্রযুক্তির কারণেই এই...