আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে আফগানদের ৪ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা। তাই দ্বিতীয় ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত করবে জাকের বাহিনী। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় রাত সাড়ে ৮টায়। এশিয়া কাপের গ্রুপ পর্বে আফগানদের হারিয়ে সুপার ফোরে উঠেছিল বাংলাদেশ। এরপর সিরিজের প্রথম ম্যাচেও তাদের পরাস্ত করেছে টাইগাররা। তবে এই পরাজয়ের জন্য দলের ফিল্ডিংকে দায়ী করেছেন আফগান কোচ জনাথন ট্রট। তিনি বলেন, বাজে ফিল্ডিং। সিম্পল ব্যাপার। অন্য দল এশিয়া কাপে ক্যাচ ড্রপ করেছে কিনা এসব নিয়ে আমি অত চিন্তিত নই। ফিল্ডিং ইউনিট হিসেবে আমাদের আরও ভালো হতে হবে। শুধু ক্যাচিং নয়, বডি ল্যাঙ্গুয়েজ বা এসব ব্যাপারেও অনেক উন্নতি করতে...