খুলনায় লিটন খান নামে এক মাছ ব্যবসায়ীকে শ্বাসরোধ ও গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে নগরীর সোনাডাঙ্গা বসুপাড়ার বাঁশতলা মোড়ের বরকতিয়া মসজিদ এলাকার নিজ বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হন তিনি। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। চারদিন আগে তারা ঢাকা থেকে খুলনায় আসেন।আরো পড়ুন:গোপালগঞ্জে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টাশরীয়তপুরে জমি নিয়ে বিরোধে শিশু তায়েবা খুন: এসপি গোপালগঞ্জে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে লিটন খানের স্ত্রী বাইরে যান। এ সময় বাড়িতে লিটন, তার ছেলে আবু বক্কার সিদ্দিক লিমন ও পুত্রবধূ চাঁদনী ছিলেন। রাত ১১টার দিকে বাড়ি ফিরে দরজা বাইরে থেকে তালা লাগানো অবস্থায় পান লিটনের স্ত্রী। তালা খুলে ভেতরে প্রবেশ করলে তিনি মেঝেতে স্বামীর মরদেহ দেখতে পান। এ সময়...