রাজধানীর মিরপুরে ‘আলিফ পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস পুড়িয়ে দেওয়া হয়েছে। শুক্রবার সকালে শেওড়াপাড়ায় ২৬৬ নম্বর মেট্রোরেল পিলারের কাছে ওই বাসটিতে আগুন দেওয়া হয় বলে কাফরুল থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন। "সকাল সোয়া ৭টার দিকে দুই-তিনজন এসে সকল যাত্রীদের নামিয়ে দিয়ে বাসটিতে আগুন লাগিয়ে দেয়।" পুলিশ বলছে, আলিফ পরিবহনের বাসটি মিরপুর থেকে আগারগাঁওয়ের দিকে যাচ্ছিল। ওই বাসের চালক, সহকারী এবং মালিক পক্ষের বরাতে ওসি বলেন, "বাসের 'চেকার' নিয়োগকে কেন্দ্র করে ঝামেলা চলছিল। এই নিয়োগের বিরোধ নিয়ে বাসে আগুন লাগানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।" ওই এলাকায় ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও সংগ্রহ করে এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা নিয়ে অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি আল...