হামাস ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে কিছু বড় ধরনের সংশোধন চাইবে, তবে বিশ্লেষক ও ঘনিষ্ঠ সূত্রগুলোর মতে, আগামী ক’দিনের মধ্যে আলোচনার ভিত্তি হিসেবে এ পরিকল্পনা মেনে নেওয়ার সম্ভাবনাই বেশি। ট্রাম্প মঙ্গলবার থেকে ‘তিন বা চার দিনের’ মধ্যে সাড়া দিতে বলেছেন। তার বিশদ ২০ দফার পরিকল্পনা গাজার দুই বছরের যুদ্ধ থামিয়ে একটি আন্তর্জাতিক প্রশাসন বসানোর প্রস্তাব দেয়। তিনি স্পষ্ট করেছেন, যদি হামাস না বলে, তবে ‘নরকে মূল্য দিতে হবে’। গাজা থেকে কায়রোতে থাকা রাজনৈতিক বিশ্লেষক মখাইমার আবুসাদা বলেন, হামাস এখন ‘খারাপ আর সবচেয়ে খারাপের মধ্যে বেছে নিতে বাধ্য’। তিনি বললেন, ‘না বললে ইসরায়েল সব কিছু করবে শেষ করে দিতে। তাই তারা বলবে—হ্যাঁ, তবে আমাদের এগুলোও চাই।’ ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশন্সের সিনিয়র ফেলো হিউ লাভাট মনে করেন, হামাসের পক্ষে শর্তগুলো নিঃশর্তে...