ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, হিজবুল্লাহ এখনো বেঁচে আছে এবং তারা ক্রমেই আরও শক্তিশালী হয়ে উঠছে, যদিও অমঙ্গলকাঙ্ক্ষীরা অন্য কিছু দেখাতে চায়। বৃহস্পতিবার (২ অক্টোবর) লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ ও অন্যান্য নেতাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। গালিবাফ বলেন, ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি একসময় বলেছিলেন, পূর্ববর্তী শাহ শাসন ছিল ইসরাইলি শাসন ও আমেরিকার হাতে নিয়ন্ত্রিত এক পুতুল সরকার। কিন্তু ইসলামী বিপ্লব সেই পরিস্থিতি বদলে দেয়। তিনি বলেন, ‘হিজবুল্লাহ বেঁচে আছে এবং প্রতিদিনই শক্তিশালী হচ্ছে। প্রতিরোধ আন্দোলন দুর্বল হয়েছে—এমনটা ভাবা ভুল। আজ ইসরাইল হিজবুল্লাহ ও...