একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচ ইসলামী ব্যাংক—সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন এবং এক্সিম ব্যাংক—এর শেয়ারদর নতুন করে বাড়তে শুরু করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বশেষ চার কর্মদিবসে এসব ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে সর্বনিম্ন ৩৬ শতাংশ থেকে সর্বোচ্চ ৪৭ শতাংশ পর্যন্ত। অন্তর্বর্তী সরকার গঠনের পর এসব ব্যাংকের শেয়ারদর একসময় তলানিতে নেমে যায়। সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল): গত বছরের ২৯ সেপ্টেম্বর সর্বোচ্চ ১৩ টাকা ৭০ পয়সায় কেনাবেচা হলেও ২৩ সেপ্টেম্বর তা কমে মাত্র ৩ টাকায় নেমে আসে। সর্বশেষ চার দিনে ৪৭% বেড়ে শেয়ারটি দাঁড়িয়েছে ৪ টাকা ৪০ পয়সায়। শুধু মঙ্গলবার ডিএসইতে ১২ লাখ ৩৫ হাজার শেয়ার কেনাবেচা হয়, যার বাজারমূল্য ছিল ৫৪ লাখ টাকা।এক্সিম ব্যাংক: গত বছরের ১১ আগস্ট শেয়ারদর ছিল ১১ টাকা। ২৩ সেপ্টেম্বর তা পড়ে ২ টাকা ৮০...