স্ত্রী হওয়ার সুবাদে শাহরুখকে সবচেয়ে কাছ থেকে চেনেন-জানেন গৌরী। তাই স্বামীর একটি ‘বিরক্তিকর স্বভাব’র কথা জানালেন তিনি। নির্মাতা-প্রযোজক করন জোহর সঞ্চালিত ‘কফি উইথ করন’-এ এসে হাঁটে হাড়ি ভাঙেন এসআরকে পত্নী। বাস্তব জীবনে শাহরুখ খান কতটা নম্র, তা সকলেই কম-বেশি জানেন। কোনও অনুষ্ঠান হোক বা পার্টি, অন্যকে সম্মান দিতে বিন্দুমাত্র কার্পণ্য করেন না কিং খান। যখন নিজের বাড়ি ‘মান্নাত’-এ পার্টি দেন, আগত অতিথিদের বিদায়ের সময় গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসেন শাহরুখ। করন জোহরের অনুষ্ঠানে গৌরী জানান, শাহরুখের এই অভ্যাস তার কাছে মাঝেমধ্যে বিরক্তিকর লাগে। তিনি বলেন, ‘ও সবসময় অতিথিদের গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। মাঝেমধ্যে মনে হয়, পার্টির সময় ঘরের চেয়ে বাইরেই বেশি থাকে। এরপর সবাই তাকে খুঁজতে শুরু করে। আমার মনে হয়, আমরা ঘরের ভেতরে নয়, রাস্তার ওপর...