চীনা গবেষকরা প্রাণঘাতী অগ্ন্যাশয় ক্যানসার দ্রুত শনাক্ত করতে পারে এমন একটি নতুন জিনগত বিশ্লেষণ প্রযুক্তি উদ্ভাবনের দাবি করেছেন। চীনা বিজ্ঞান একাডেমির গুয়াংজু ইনস্টিটিউট অব বায়োমেডিসিন অ্যান্ড হেলথের অধ্যাপক লিন দা এবং সাংহাই জেনারেল হাসপাতালের ল্যাবরেটরি অ্যানিম্যাল সেন্টারের পরিচালক ইয়াং ইউছিনের নেতৃত্বে তৈরি ‘ইউনি-সি’ নামের সিঙ্গেল-সেল ‘মাল্টিওমিকস’ প্রযুক্তি মাত্র ১৮ ঘণ্টায় সম্পূর্ণ ডিএনএ বিশ্লেষণ করতে সক্ষম। নেচার কমিউনিকেশনস-এ প্রকাশিত গবেষণাপত্রে জানানো হয়, এটি প্রচলিত বায়োপসির সমান নির্ভুল ফল দেয় এবং ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণে নতুন সম্ভাবনা তৈরি করছে। প্রযুক্তিটি একসঙ্গে তিন ধরনের গুরুত্বপূর্ণ জিনগত তথ্য বিশ্লেষণ করতে পারে—বৃহৎ পরিসরের কাঠামোগত পরিবর্তন, ক্ষুদ্র মিউটেশন এবং ৩-ডি ক্রোমাটিনের গঠন। গবেষকদের দাবি, এর মাধ্যমে অগ্ন্যাশয়ের ক্যানসারসহ অন্যান্য ক্যানসারের স্ক্রিনিং, পর্যবেক্ষণ ও রোগীর জন্য ব্যক্তিকেন্দ্রিক ইমিউনোথেরাপি তৈরি সহজ হবে। রক্তে পাওয়া অত্যন্ত বিরল সার্কুলেটিং টিউমার...