ঢাকা: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের নৌ অবরোধ ভেঙে ক্ষুধাপীড়িত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে প্রায় ৪৫টি জাহাজে করে গাজার দিকে রওনা দিয়েছিলেন ৫০০ অধিকারকর্মী। তবে, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে ঐতিহাসিক এ সমুদ্রযাত্রা এখন অনেকটাই ভেস্তে গেছে ইসরায়েলি নৌবাহিনীর বাধার মুখে।ইতোমধ্যে একটি বাদে বাকি সবকটি জাহাজ ও সেগুলোতে থাকা অধিকারকর্মীদের আটক করে ইসরায়েলে নিয়ে গেছে দখলদার বাহিনী। এই মুহুর্তে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ ভরসা হয়ে টিকে আছে শুধুমাত্র দ্য ম্যারিনেট। ছয়জন আরোহী নিয়ে পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানটি এখনও ছুটে চলেছে গাজা অভিমুখে। খবর আল জাজিরা।প্রতিবেদন অনুযায়ী, জিএমটি ৪টা ৩০ মিনিট পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা), ইসরায়েলি বাহিনী এখনও ইয়টটিকে আটক করতে পারেনি।ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, আন্তর্জাতিক জলসীমায় ঘণ্টায় প্রায় ২.১৬ নট (ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার) বেগে ভেসে চলেছে ম্যারিনেট।...