বরিশাল:বরিশালে দুর্গা প্রতিমার বিসর্জ্জন দেয়া হয়েছে কীর্তনখোলা নদীতে। রাত হতেই একে একে নগরীর বিভিন্ন মন্দির থেকে প্রতিমা নিয়ে আসে ভক্তরা।নগরীর কমপক্ষে ২৩ টি পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জ্জন দেয়া হয় কীর্তনখোলা নদীতে। বাকি প্রতিমা নিজস্ব আয়োজনে পূজামণ্ডপ সংলগ্ন পুকুরে বিসর্জ্জন দেয়া হয়েছে রাতে।এ সময় সেনা বাহিনী, নৌ বাহিনী, কোস্টগার্ড ও পুলিশ সহ ফায়ারসার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন শান্তিপূর্ণ ভাবে দূর্গাপূজা ও প্রতিমা বিসর্জ্জন সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সনাতন ধর্মের নেতৃবৃন্দ। এর আগে মন্দিরে মন্দিরে অনুষ্ঠিত হয় সিঁদুর খেলা।নগরীতে এ বছর ৪৭ টি মণ্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। আর জেলায় অনুষ্ঠিত হয়েছে ৫৯৭টি মণ্ডপে।বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা বলেন, প্রশাসন আমাদের সব ধরনের সহযোগিতা করেছে৷ এবার কোন ধরনের সমস্যা হয়নি। সবার সহযোগিতায় সুন্দর ভাবে পূজা উদযাপন করতে...