কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বাল্যবিবাহ বন্ধ করে মেয়ের পিতাকে অর্থদণ্ড ও মুচলেকা দিয়েছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (০২ অক্টোবর ২০২৫) চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সৈয়দ সাফকাত আলী। এসময় সহায়তা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব শাহানাজ আক্তার এবং চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম। জানা যায়, স্থানীয়ভাবে খবর পেয়ে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে দেখা যায় ১৫ বছর বয়সী উম্মে হাবিবা অহনার (পিতা: মোঃ অলী উল্লাহ, মাতা: সালমা আক্তার) বিয়ে সম্পন্ন করার আয়োজন চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেয়ের পিতা স্বীকার করেন যে তার কন্যার বয়স ১৮ হয়নি। বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ধারা ৮ অনুযায়ী উম্মে হাবিবার পিতাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।...