২০২৬ বিশ্বকাপ আয়োজন করছে তিন দেশ-যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এ কারণে বলটির নামকরণ করা হয়েছে ‘ট্রায়ন্ডা’। এখানে ‘ট্রি’ অর্থাৎ তিন আয়োজক দেশ এবং ‘ওন্ডা’ এসেছে স্প্যানিশ শব্দ থেকে, যার মানে তরঙ্গ বা ছন্দ। নকশায় রাখা হয়েছে আয়োজক দেশগুলোর জাতীয় রঙ-নীল, লাল ও সবুজ। প্রতি বিশ্বকাপে মাঠের খেলার সঙ্গে সঙ্গে আলাদা আকর্ষণ থাকে সেই টুর্নামেন্টের জন্য বিশেষভাবে তৈরি বলকে ঘিরে। ২০২৬ সালের আসরের জন্য এডিডাস তৈরি করেছে নতুন বল ‘ট্রায়ন্ডা’। নিউইয়র্কের ব্রুকলিন ব্রিজ পার্কে জমকালো অনুষ্ঠানে ফিফা বলটি উন্মোচন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুটবল কিংবদন্তি ইয়ুর্গেন ক্লিন্সমান, কাফু, আলেসান্দ্রো দেল পিয়েরো, জাভি হার্নান্দেজ ও জিনেদিন জিদান। সবার সামনে বিশেষ আয়োজনে ট্রায়ন্ডাকে তুলে ধরা হয়। ২০২৬ বিশ্বকাপ আয়োজন করছে তিন দেশ-যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এ কারণে বলটির নামকরণ করা হয়েছে ‘ট্রায়ন্ডা’।...