লিভারপুলকে বড় ধাক্কা দিলেন ব্রাজিলের তারকা গোলরক্ষক আলিসন বেকার। মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইস্তানবুলে খেলতে গিয়ে হ্যামস্ট্রিং চোট পান ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক, যার কারণে তিনি আনুমানিক ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন।চোটের ফলে আলিসন পরবর্তী আন্তর্জাতিক বিরতির আগে মাঠে ফিরে আসতে পারবেন না। এর ফলে লিভারপুলকে আগামী গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তার অভাব পূরণ করতে হবে। বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের মতো দলগুলোর মুখোমুখি হওয়ার সময় লিভারপুলের রক্ষণভাগে বড় সমস্যা তৈরি হতে পারে।তবে দলের জন্য সুখবর হলো, এই মৌসুমে অল রেডদের শীর্ষ স্কোরার হুগো একিতিকে তার ইনজুরি কাটিয়ে শনিবার চেলসির বিপক্ষে খেলতে প্রস্তুত আছেন। লিভারপুলের প্রধান কোচ আর্নে স্লট জানিয়েছেন, ‘যদি আমার খেলোয়াড় মাঠে না থাকতে পারে, সেটা কখনই ভালো খবর নয়। আলিসনের...