গাজীপুরের কালীগঞ্জে এক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। ঘটনা ঘটেছে শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায়। নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে, তিনি নরসিংদীর মনোহরদীর সুকন্দি গ্রামের অলি উল্লাহ (চল্লিশ)। অপরজনের বয়স আনুমানিক ত্রিশ-পঁয়ত্রিশ বছর, নাম জানা যায়নি। আহতরা হলেন সিরাজগঞ্জের হাফিজুর (চল্লিশ), তার স্ত্রী ছালমা বেগম (পঁয়ত্রিশ) ও তাদের সন্তান তামিম (চার)। তারা সফিপুর থেকে অটোরিকশায় করে কালীগঞ্জ হয়ে নরসিংদী যাচ্ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, নরসিংদীগামী অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পট্রাক চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।...