বুকের বামপাশে চিন চিন করে ব্যথা অনুভূত হচ্ছে। না। হৃদযন্ত্র গ্রেপ্তার হওয়ার আশঙ্কা নেই। এ যেন অদ্ভুত উদ্বেগ! হুট করেই অস্থির হয়ে পড়ছে মনযন্ত্র। কারণটা কবি আরফান হোসাইন রাফি। তার ‘সুদিন ফিরে আসছে’ কাব্যগ্রন্থটির কবিতাগুলো রীতিমতো আমার মনে আন্দোলন করছে। এতটা দুঃখবাদ আবার এতটা আশার বাণী খুব কমই দেখা যায়। একদিকে কবি বলছেন, ‘আমি একজন ভেঙে যাওয়া মানুষ- সদ্য বিবাহিতা অদক্ষ এক বধূর হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছি একদিন’ বা ‘আমি কি যুদ্ধক্ষেত্রে নিরুপায় অশ্ব’ অথবা ‘মানুষের পৃথিবীতে আমি একা’, ‘আকস্মিক শোকসংবাদে ঘুম ভাঙার মতো ভয়ংকর’; ‘সহসা প্লাবনে দুমড়ে পড়ার ভয়’। আবার অন্যদিকে কবি বলছেন, ‘আমাকে কেউ জুড়ে দেবে?’ ‘আমাকে স্থির করো, হে বিশ্বস্ত প্রেমিকা’; ‘খোদার কাছে চাইবো, এই তাকিয়ে থাকা যেন শেষ না হয়’; ‘আস্তে করে চুমু খেয়ে...