সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে আরও বেড়েছে শাক-সবজি ও নিত্যপণ্যের দাম। বিশেষ করে কাঁচা মরিচের দাম কেজিতে ৩২০ টাকা ছাড়িয়েছে, যা গত সপ্তাহেও ছিল ২০০ টাকার নিচে। পাশাপাশি বেড়েছে মুরগি ও মাছের দামও। শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারসহ আশপাশের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বৃষ্টির অজুহাতে বেশিরভাগ সবজির দাম কেজিতে ১৫-২৫ টাকা বেড়েছে। বর্তমানে প্রতিকেজি বেগুন ১৫০-২০০ টাকা, পটোল ৮০ টাকা, শিম ২০০ টাকা, করলা ১২০ টাকা, টমেটো ১৬০ টাকা, ঢ্যাঁড়স ৮০ টাকা, বরবটি ১২০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, মুলা ৮০ টাকা, শসা ৬০ টাকা ও পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি হচ্ছে। সবজি বিক্রেতারা বলছেন, পূজার ছুটি ও বৃষ্টির কারণে সরবরাহ কমায় দাম বাড়ছে। তবে ক্রেতারা অভিযোগ করছেন, অজুহাতেই দাম বাড়ানো হচ্ছে, এতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ভোগান্তি বেড়েছে। ক্রেতা...