গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ডাম্প ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার এসআই মাকসুদুল কবির নকিব জানিয়েছেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- নরসিংদীর মনোহরদী উপজেলার সুকন্দি গ্রামের ৪০ বছর বয়সী অলি উল্লাহ। আরেকজনের বয়স আনুমানিক ৩৫ বয়স বছর বলে পুলিশ ধারণা করলেও তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি। আহতরা হলেন- সিরাজগঞ্জের হাফিজুর রহমান (৪০), তার স্ত্রী ছালমা বেগম (৩৫) ও তামিম (৪)। পুলিশ ও এলাকাবাসী বলছে, গাজীপুরের সফিপুর থেকে অটোরিকশায় করে কালীগঞ্জ হয়ে নরসিংদী যাচ্ছিলেন যাত্রীরা। পথে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে গুরুতর অবস্থায়...