শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সহজ জয় প্রায় হারিয়ে ফেলেও শেষ পর্যন্ত নাটকীয়ভাবে জয় পেয়েছে বাংলাদেশ। ১৫২ রানের লক্ষ্য তাড়ায় ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেনের ১০৯ রানের জুটি জয়কে প্রায় নিশ্চিত করলেও রাশিদ খানের জাদুকরী স্পেলে একপর্যায়ে চরম বিপাকে পড়ে যায় দল। শেষ পর্যন্ত নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের শান্ত ইনিংসে ৪ উইকেট হাতে রেখে ম্যাচ শেষ করে লাল-সবুজরা। আফগানদের ১৫১ রানের ইনিংসে বাংলাদেশের বোলাররা শুরু থেকে নিয়ন্ত্রণে রাখেন। নাসুম, তানজিম, রিশাদ ও মুস্তাফিজরা উইকেট ভাগাভাগি করে নেন। আফগানদের পক্ষে সর্বোচ্চ ৪০ রান আসে গুরবাজের ব্যাট থেকে। রান তাড়ায় দুর্দান্ত সূচনা করে বাংলাদেশ। তানজিদ ৫১ ও পারভেজ ৫৪ রানে ফিরলেও রাশিদ খানের ঝলকে মাত্র ৯ রানের মধ্যে ৬ উইকেট হারায় দল। তবে শেষ দিকে সোহানের অপরাজিত ২৩ আর...