ঢাকা: ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ঘোষণা দিয়েছেন, ভবিষ্যতে রাজা হলে তিনি রাজতন্ত্রে কিছু পরিবর্তন আনতে চান। অ্যাপল টিভি প্লাসে সম্প্রচারিত এক বিশেষ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।সাক্ষাৎকারে উইলিয়াম তার পরিবার, দায়িত্ব, রাজকীয় ঐতিহ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অকপটে কথা বলেন। ব্রিটিশ রাজপ্রাসাদের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এটি এখন পর্যন্ত প্রিন্স উইলিয়ামের জীবনের সবচেয়ে খোলামেলা ও ব্যক্তিগত সাক্ষাৎকারগুলোর একটি।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শুক্রবার (৩ অক্টোবর) এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।উল্লেখ্য, রাজতন্ত্র নিয়ে এমন খোলামেলা বক্তব্য খুব কমই শোনা যায় রাজপরিবারের শীর্ষ সদস্যদের কাছ থেকে, যা ব্রিটিশ রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।অ্যাপল টিভি প্লাসের অনুষ্ঠান দ্য রিলাকট্যান্ট ট্রাভেলার-এর জন্য উইন্ডসরে অভিনেতা ইউজিন লেভির সঙ্গে আলাপে উইলিয়াম বলেন, “আমার এজেন্ডায় পরিবর্তন আছে। ইতিবাচক পরিবর্তন, এগুলোকে আমি স্বাগত জানাই। আমি পরিবর্তনকে ভয়...