গোয়েন্দা সূত্রগুলো জানায়, ভারতে ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার সীমান্তবর্তী এলাকায় ইউপিডিএফ-এর ছয়টি প্রধান ঘাঁটি চিহ্নিত করা হয়েছে। এসব ঘাঁটি হচ্ছে, খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি ও দীঘিনালার সংলগ্ন ভারতীয় এলাকায় রতন নগর ক্যাম্প, দীঘিনালা সীমান্তের কাছাকাছি ধলাই জেলার ভিতরে টুইচামা ক্যাম্প, দীঘিনালা লাগোয়া ধলাই অঞ্চলে নারায়ণপুর ক্যাম্প, দীঘিনালা ও লক্ষীছড়ি সীমান্তসংলগ্ন ধলাই এলাকায় পঞ্চ রতন ক্যাম্প, মহালছড়ি ও দীঘিনালা ঘেঁষা ধলাই জেলার অংশে নারিকেল বাগান ক্যাম্প এবং রাঙামাটি ও খাগড়াছড়ির বাঘাইছড়ি ও দীঘিনালা সীমান্তবর্তী এলাকায় অবস্থিত, ভারতের ভেতরে ফেনী সীমান্তের কাছে পূর্ব সাবরুম ক্যাম্প। এই ঘাঁটিগুলো থেকে চোরাপথে অস্ত্র, প্রশিক্ষিত সদস্য ও লজিস্টিক সহায়তা বাংলাদেশে পাচার করা হচ্ছে অভিযোগ রয়েছে। ইউপিডিএফ-এর এসব ঘাঁটি থেকে পরিচালিত তৎপরতার প্রমাণ মিলেছে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সাম্প্রতিক অভিযানে। এর মধ্যে গত ১৭ জানুয়ারি মিজোরামের মামিত জেলায় অভিযান...