ঢাকা: যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একসময় ঘনিষ্ঠ দুই দেশের মধ্যে এই সিদ্ধান্তে তৈরি হয়েছে টানাপোড়েন। এমন পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছরের ডিসেম্বরে ভারত সফরে আসছেন।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আগামী ৫ বা ৬ ডিসেম্বর দিল্লিতে পৌঁছাবেন পুতিন। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করবেন তিনি।দুই নেতার আলোচনায় রাশিয়া-ভারত বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে রাশিয়ার কাছ থেকে তেল আমদানির জেরে ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত ট্যারিফ আরোপ নিয়ে আলোচনা হতে পারে।পুতিন-মোদি বৈঠককে দুই দেশের ‘বিশেষ কৌশলগত অংশীদারিত্ব’ আরও গভীর করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে সম্প্রতি চিন সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চিনের প্রেসিডেন্ট...