ঢাকা: ইউরোপের ক্রমবর্ধমান সামরিকীকরণ নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউরোপ যেভাবে সামরিক শক্তি বৃদ্ধি করছে, তার জবাবে রাশিয়া ‘গুরুত্বপূর্ণ ও কঠোর পদক্ষেপ’ নেবে।গত বৃহস্পতিবার (২ অক্টোবর) রুশ শহর সোচিতে আয়োজিত এক পররাষ্ট্রনীতি ফোরামে দেওয়া বক্তব্যে পুতিন আরও বলেন, ন্যাটো জোটের পক্ষ থেকে রাশিয়ার ওপর হামলার আশঙ্কা তুলে যে প্রচারণা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ ‘অর্থহীন হিস্টেরিয়া’।পুতিন বলেন, “তারা (ন্যাটো) নিজেরাও বিশ্বাস করে না যে রাশিয়া তাদের ওপর হামলা চালাবে। যদি সত্যিই এমনটি বিশ্বাস করে, তাহলে তারা অবিশ্বাস্য রকমের অযোগ্য। আর যদি না করে, তাহলে তারা নিছক অসৎ।”রুশ প্রেসিডেন্ট আরও অভিযোগ করেন, বর্তমানে ন্যাটোর সব সদস্য দেশই একপ্রকার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়িত। তিনি এই অবস্থাকে ‘আন্তর্জাতিক নিরাপত্তার জন্য উদ্বেগজনক’ বলেও উল্লেখ করেন।শুক্রবার (৩ অক্টোবর) আল জাজিরার...