গাজীপুরের কালীগঞ্জে ড্রাম ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (৩ অক্টোবর) সকালে টঙ্গী–ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নরসিংদীর মনোহরদী থানার সুকুন্ধি এলাকার নুরুল ইসলামের ছেলে অলিউল্লাহ (৪০) এবং আরেকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতরা হলেন- সিরাজগঞ্জের হাফিজুর রহমান (৪০), তার স্ত্রী সালমা বেগম (৩৫) এবং তাদের চার বছরের ছেলে তামিম। তারা সফিপুর থেকে নরসিংদী যাচ্ছিলেন।আরও পড়ুনআরও পড়ুনমনিরামপুরে পরকীয়া প্রেমিকের হাতে গৃহবধূ খুন পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নরসিংদীগামী সিএনজি অটোরিকশা দেওপাড়া এলাকায় পৌঁছেলে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের গাজীপুরের...