ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। হ্যাক করার পর ফেসবুক পেজটির প্রোফাইল ও কভার ফটো পরিবর্তন করে নিজেদের লোগো দিয়ে দিয়েছে হ্যাকার গ্রুপ।শুক্রবার (০৩ অক্টোবর) ভোরে ব্যাংকটির ফেসবুক পেজে হ্যাকার গ্রুপ একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।জানা গেছে, শুক্রবার ভোর ৫টা ৪২ মিনিটে ব্যাংকটির অফিশিয়াল পেজ থেকে হ্যাকার গ্রুপটি তাদের প্রথম পোস্ট দেয়। পেজটির নাম অপরিবর্তিত থাকলেও প্রোফাইল এবং কাভার ফটো পরিবর্তন করা হয়েছে। এতে হ্যাকার গ্রুপের ছবি ব্যবহার করা হয়েছে।ক্যাশ বিভাগে লোকবল নেবে ইসলামী ব্যাংকআজ ফেসবুক পেজে দেওয়া একাধিক পোস্টে হ্যাকার গ্রুপটি নিজেদের পরিচয় নিশ্চিত করে। প্রথম পোস্টে তারা জানায়, ‘পেজটি “এমএস ৪৭০এক্স” (MS 470X) দ্বারা হ্যাকড করা হয়েছে।’ এরপর ধারাবাহিকভাবে পেজটি থেকে আরও বেশ কয়েকটি পোস্ট করা হয়।এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের...