তাদের সঙ্গে ছিলেন বিআইডব্লিউটিএ‘র সাবেক চেয়ারম্যান, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস। এছাড়াও, প্রতিনিধিদলে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলীসহ অন্যান্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্তর্ভুক্ত ছিলেন৷ শুক্রবার উক্ত দুই সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পাবনার চারটি এলাকা সরেজমিন পরিদর্শনে যাওয়ার আগে পাবনার বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। পাবনা জেলার জেলা প্রশাসক এ সময় তাদের সাথে উপস্থিত ছিলেন৷ জানা গেছে, উক্ত দুই মন্ত্রণালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পাবনা সফর করেছেন শিমুল বিশ্বাস। শুক্রবার সকালে তারা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পাবনার উদ্দেশ্যে রওয়ানা হন। এই সফরের মূল উদ্দেশ্য হলো- পাবনার সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ সেক্টরে গতি বাড়াতে ঢাকা-পাবনা সরাসরি রেল চালুর...