কক্সবাজারের টেকনাফে সাগরে মাছ শিকারে গিয়ে নিখোঁজ এক জেলের মরদেহ ভেসে এসেছে। নিখোঁজের তিন দিন পর শুক্রবার ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ঘোলার চরে জোয়ারের পানিতে ওই জেলের লাশ ভেসে আসে। পরে টেকনাফ থানা পুলিশকে খবর দেওয়া হলে তাদের একটি দল গিয়ে লাশটি উদ্ধার করে বলে সাবরাং ইউনিয়নের সদস্য আব্দুল মান্নান জানান। তিনি টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিব পাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে। মৃত জেলের বড় ভাই মো. ইসহাক বলেন, নাজির পাড়া এলাকার আকতার হোছেনের মালিকানাধীন ট্রলার নিয়ে ১০ জন মাঝি ২৯ সেপ্টেম্বর সাগরে মাছ শিকারে যায়। তিন দিন পরে বাকিরা ফিরে এলেও তার ভাই নিখোঁজ ছিলেন। সাগর থেকে ফেরা অন্য জেলেরা ‘পলাতক’ রয়েছে জানিয়ে তিনি বলেন, “তারা আমার ভাইকে হত্যা করেছে না হলে তারা পলাতক কেন?। আমি আমার...