জন্মপরিচয়হীন এক শিশুর জীবনগল্প ও ট্রাভেল অ্যাডভেঞ্চারধর্মী গল্পে দুটি সিনেমা মুক্তি পেয়েছে দেশের প্রেক্ষাগৃহে। সুজন বড়ুয়ার পরিচালিত ‘বান্ধব’ ছয়টি এবং নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ’ ১১টি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে শুক্রবার থেকে। পরিচালক সুজন বড়ুয়া গ্লিটজকে বলেছেন, সিনেমাটি ঢাকার লায়ন সিনেমাস ও উত্তরা ম্যাজিক মুভি থিয়েটারে দেখা যাবে। আর ঢাকার বাইরে চারটি প্রেক্ষাগৃহে চলবে। ‘বান্ধব’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌ খান। অন্যান্য চরিত্রে রয়েছেন গাজী রাকায়েত, জয় রাজ, সুমিন সেনগুপ্ত, হাবিব খানসহ অনেকে। ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া জন্মপরিচয়হীন এক শিশুর জীবনগল্প উঠে এসেছে সিনেমায়। শিশুটিকে আশ্রয় দেয় একটি পরিবার। নাম রাখা হয় পরী। পরীর প্রেম, সংসার, সংগ্রাম ও তার জীবনে ঘটে যাওয়া গল্পে এগিয়ে যাবে সিনেমা। কুয়াকাটার সমুদ্রপাড়ের গল্প দেখা যাবে ১১ প্রেক্ষাগৃহে ‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমার নির্মাতা নাসিম সাহনিক বলেছেন,...