আসামের সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যু ঘিরে তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পাচ্ছে পুলিশের বিশেষ তদন্তকারী দল। এবার আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের খবর, জুবিনের ব্যান্ডের সদস্য শেখর জ্যোতি গোস্বামী এবং সহশিল্পী অমৃতপ্রভা মহন্তকে আটক করেছে তদন্তকারীরা। এর মধ্যে অমৃতপ্রভা জুবিনের শেষ মুহূর্তের ভিডিও করছিলেন। এ নিয়ে মোট চার জনকে গ্রেপ্তার করল পুলিশ। তদন্তের শুরুতেই ধরা পড়েছিলেন শেখর জ্যোতি। তিনি ও অমৃতপ্রভা দু’জনেই ১৯ সেপ্টেম্বর ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এর প্রমোদতরীর পার্টিতে উপস্থিত ছিলেন। সেখানেই সাঁতারে নামেন জুবিন, আর তার পরেই ঘটে যায় অঘটন। তদন্তকারী দলের দাবি, অমৃতপ্রভাকে ঘটনাস্থলে জুবিনের কাছেই সাঁতার কাটতে দেখা গিয়েছে। এমনকি তিনি গোটা মুহূর্ত নিজের মোবাইল ফোনে রেকর্ডও করেছিলেন। গত ছয় দিন ধরে তাঁদের টানা জিজ্ঞাসাবাদ চলেছে। এর আগে বুধবার গ্রেপ্তার করা হয়েছিল জুবিনের ঘনিষ্ঠ সহকারী...