০৩ অক্টোবর ২০২৫, ১২:১৪ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০১:০৫ পিএম ব্রিটেনের সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ঘোষণা করেছেন, তিনি রাজা হলে রাজতন্ত্রে প্রয়োজনীয় পরিবর্তন আনবেন। অ্যাপল টিভি প্লাসের একটি অনুষ্ঠানে দেওয়া খোলামেলা সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এই সাক্ষাৎকারে তিনি নিজের পরিবার, দায়িত্ব, ঐতিহ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শুক্রবার (৩ অক্টোবর) এই তথ্য প্রকাশ করে। উল্লেখ্য, প্রিন্স উইলিয়াম অ্যাপল টিভি প্লাসের “দ্য রিলাকট্যান্ট ট্রাভেলার” অনুষ্ঠানে অভিনেতা ইউজিন লেভির সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। সাক্ষাৎকারে তিনি জানান, তার এজেন্ডায় ইতিবাচক পরিবর্তনের দিকে মনোযোগ আছে এবং এগুলোকে স্বাগত জানানো হবে। তিনি বলেন, “আমি পরিবর্তনকে ভয় পাই না, বরং এটি আমাকে উদ্দীপ্ত করে। তবে এটি কোনো অতিরিক্ত মৌলিক পরিবর্তন হবে না, বরং প্রয়োজনীয় কিছু রদবদল।” প্রিন্স উইলিয়াম...