পাঁচ বছর পর আবারও ভারত ও চীনের মধ্যে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চালু হচ্ছে। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইন্ডিগো এয়ারলাইন আগামী ২৬ অক্টোবর থেকে এই পরিষেবা শুরু করবে।২০২০ সালে কভিড মহামারি ও গালওয়ান সংঘর্ষের পর দুই দেশের সম্পর্ক তলানিতে পৌঁছায় এবং বিমান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ আলোচনার পর ফের ফ্লাইট চালুর সিদ্ধান্তকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।ভারতীয় সরকার এক বিবৃতিতে বলেছে, নতুন করে ফ্লাইট চালু হলে দুই দেশের যোগাযোগ, ব্যবসা ও পারিবারিক ভ্রমণ আরও সহজ হবে। সাম্প্রতিক সময়ে ভিসা দেওয়া ও তীর্থযাত্রার সুযোগ পুনরায় চালু হওয়ায় সম্পর্কের বরফ গলার ইঙ্গিত মিলেছে।বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত শুধু দ্বিপক্ষীয় সম্পর্ক নয়, আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও ইতিবাচক বার্তা দেবে। ২০২০ সালে কভিড মহামারি ও গালওয়ান সংঘর্ষের পর দুই...