নারী ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে আগুন ঝরানো বোলিংয়ে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচ শুরুর প্রথম ওভারেই ইনসুইঙ্গারের জাদুতে টানা দুই উইকেট নিয়ে সাড়া ফেলে দিয়েছেন মারুফা আক্তার।সেই ডেলিভারিগুলো ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে গোটা ক্রিকেট বিশ্বে। মুগ্ধ হয়েছেন লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গাও। বৃহস্পতিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ে নামে বাংলাদেশ। নতুন বল হাতে নিয়ে শুরু থেকেই সুইং আদায় করতে থাকেন মারুফা। বাঁহাতি ওপেনার মুনিবা আলিকে টানা তিন বল অস্বস্তিতে ফেলেন তিনি। চতুর্থ বলে ব্যাটে লেগে এক রান নিলে স্ট্রাইকে আসেন ডানহাতি ওমাইমা সোহেল। সেখানেই আঘাত হানেন মারুফা। অফ স্টাম্পের বাইরে থেকে ঢুকে আসা দুর্দান্ত ইনসুইঙ্গারে বোল্ড হয়ে ফেরেন সোহেল। পরের বলেই কুপোকাত পাকিস্তানের ফর্মে থাকা ব্যাটার সিদ্রা আমিন। ব্যাটের কানায় লেগে বল আঘাত করে তার স্টাম্পে। প্রথম ওভারেই পাকিস্তানকে হেঁতালেন...