ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরী মণি একসময় নাচ শিখতে ভর্তি হয়েছিলেন একটি স্কুলে। কিন্তু সেখানে গুণী নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে সামনে থেকে দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে, পালিয়ে যান এবং আর কোনোদিন স্কুলে ফিরে যাননি। নিজের জীবনের এই অজানা গল্পই প্রথমবারের মতো প্রকাশ করলেন তিনি মাছরাঙা টেলিভিশনের পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে। শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচারিত হবে পরীকে নিয়ে এই পর্ব। প্রায় ১০০ মিনিটের এই আড্ডায় উঠে এসেছে তাঁর অনেক না-বলা কথা। পডকাস্টে পরী মণি বলেন, ‘এখন আমি অনেক ভেবে চিন্তে কাজ করি। যেটা আগে করতাম না।’ সন্তানদের জন্যই এই পরিবর্তন। আগে কোনো সঞ্চয় ছিল না তার। এখন নিয়মিত সঞ্চয় করছেন সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে। মজা করে তিনি আরও বলেন, ‘আমি এখন...