ফুটবল ইতিহাসে বল নিয়ে বিতর্ক নতুন কিছু নয়—পেনাল্টির সময় দুই বা তিনবার ছোঁয়া হলো কি না, হাত লেগেছে কি না কিংবা অফসাইডে স্পর্শ হলো কি না—এসব নিয়ে সিদ্ধান্ত দিতে গিয়ে রেফারিদের হিমশিম খেতে হয় প্রায়ই। সেই বিতর্কের অবসান ঘটাতে কাতার থেকে নিউইয়র্কে উন্মোচিত হলো ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল বল ‘ট্রায়োন্ডা’, অ্যাডিডাসের সর্বশেষ উদ্ভাবন, যেখানে যুক্ত হলো অত্যাধুনিক স্মার্ট চিপ প্রযুক্তি।ট্রায়োন্ডার নকশা ও নাম তিন আয়োজক দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাকে প্রতিনিধিত্ব করে। চার-প্যানেল নির্মাণের এই বলের প্রতিটি অংশে রয়েছে স্বতন্ত্র জাতীয় রঙ—নীল, লাল ও সবুজ। মিলিত হয়ে এগুলো তৈরি করেছে ত্রিভুজ প্রতীক, যা তিন দেশের ঐক্যকে নির্দেশ করে। বলের গায়ে যুক্তরাষ্ট্রের তারকা, কানাডার ম্যাপল লিফ এবং মেক্সিকোর ঈগল—এই প্রতীকগুলো খোদাই করা হয়েছে সূক্ষ্ম নকশায়। সোনালি রেখায় সাজানো পুরো বলটি যেন ট্রফির মাহাত্ম্যকেই...