প্রথমবার জাতীয় দলের জন্য ডাক পেলেন ফ্রান্স কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা। কিন্তু ফ্রান্স নয়, তিনি ডাক পেয়েছেন আলজেরিয়ার জার্সিতে মাঠ মাতানোর জন্য। ২৭ বর্ষী গোলরক্ষক লুকাকে আসন্ন আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের জন্য স্কোয়াডে রেখেছে আলজেরিয়া। লুকা ফ্রান্সে জন্মগ্রহণ করেছেন। ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেলে মূল দলে ডাক পাননি কখনও। জাতীয় দলে অভিষেকের প্রথম সুযোগ পেতে চলেছেন রিয়াল মাদ্রিদের সাবেক গোলরক্ষক। ফিফার কাছে জাতীয়তা পরিবর্তনের জন্য দুই সপ্তাহ আগে আবেদন করেছেন লুকা। সেই আবেদনে সাড়া পাওয়ায় আলজেরিয়ার ২৬ জনের স্কোয়াডে ডাক পেয়েছেন। জিদান আলজেরীয় বংশোদ্ভূত হওয়ায় আফ্রিকান দেশটির হয়ে লুকা খেলার যোগ্যতা পেয়েছেন। আগামী সপ্তাহে আলজেরিয়া বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি হবে সোমালিয়া ও উগান্ডার। আফ্রিকান অঞ্চল থেকে বাছাইয়ে বিশ্বকাপে জায়গা পেতে...