শারজায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে চার উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। ১৫১ রানের টার্গেট সামনে রেখে টাইগাররা শুরুতেই নিয়ন্ত্রণে ছিল। ওপেনিং জুটির ১০৯ রানের পারফরম্যান্সে মনে হচ্ছিল, জয় নিশ্চিত হয়ে গেছে। কিন্তু মাঝের ওভারে ব্যাটিংয়ে ছিন্নমূলতা দেখা দেয়। ১১৮ রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে বাংলাদেশের জয় ঝুঁকির মধ্যে পড়েছিল। মধ্যপর্বের এই চাপ থেকে দলকে উদ্ধার করেন নুরুল হাসান সোহান এবং রিশাদ হোসেন। ১৩ বলে ২৩ রানের ক্যামিও ইনিংস খেলেই জয় নিশ্চিত করেন সোহান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “মাঝে ৪-৫ ওভারে আমরা অনেক উইকেট হারিয়েছি। ক্রিকেট টিম গেম। ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে তাকাতে হবে। শুরুতে আমাদের ওপেনিং ভালো হয়েছিল, কিন্তু মাঝের সময়ে কলাপ্স হয়েছে। আমরা সেই ভুলগুলো থেকে শিখতে চাই।” সোহান ব্যাখ্যা করেন, শারজাহর উইকেট...