ফের ভারতীয় সিনেমার প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, রাশিয়ায় এখনো এটির (বলিউড সিনেমা) বিপুল জনপ্রিয়তা রয়েছে। খবর এনডিটিভির। সোচিতে ভ্যালদাই ডিসকাশন গ্রুপে বক্তব্য রাখার সময় পুতিন বলেন, ‘আমরা ভারতীয় সিনেমাকে ভালোবাসি।’ তিনি বলেন, ভারতের বাইরে সম্ভবত রাশিয়াই একমাত্র দেশ যেখানে দিন-রাত শুধু ভারতীয় চলচ্চিত্র সম্প্রচারের জন্য একটি আলাদা টেলিভিশন চ্যানেল রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, দু’দেশের সম্পর্ক শুধু রাজনীতি ও কূটনীতির মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি সংস্কৃতি ও মানবিক সংযোগেও প্রসারিত। তিনি উল্লেখ করেন, অনেক ভারতীয় শিক্ষার্থী রাশিয়ায় পড়াশোনা করছে এবং রাশিয়ার জনগণ ভারতীয় সংস্কৃতি, বিশেষ করে সিনেমাকে আন্তরিকভাবে গ্রহণ করেছে। পুতিনের মন্তব্য দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক সেতুবন্ধনের প্রতিফলন, যা সোভিয়েত যুগে ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয়তা থেকেই শুরু। রাজ কাপুর ও মিঠুন চক্রবর্তী তখন রাশিয়ায় ঘরে ঘরে পরিচিত...