যশোরের মণিরামপুরে পূর্বশত্রুতার জের ধরে তৃপ্তি মন্ডল (৩৮) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছেন প্রতিবেশি শংকর মন্ডল। নিহত তৃপ্তি মন্ডলের স্বামী অবনীশ মন্ডল উপজেলার কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা। শংকর মন্ডল একই গ্রামের মৃত মুকুন্দ মন্ডলের ছেলে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা দেড়টার দিকে তৃপ্তি মন্ডলবাড়ির পাশে মাঠে ঘাস কাটছিলেন। এসময় পূর্বশত্রুতার জের ধরে শংকর মন্ডল তৃপ্তিকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তৃপ্তির চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত শংকর মন্ডল কৌশলেপালিয়ে যায়। পরে আহত তৃপ্তিকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে ঢাকায় নেওয়ার পথে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া...